পাবনায় র্যাব-১২’র অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল কালাম আজাদ (৩৮) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার দ্বীপচর বাঁধপাড়া মো. আফতাব শেখ’র ছেলে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার (১৫’ মে) দুপুরের দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা সদরের চর আশুতোষপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আবুল কালাম আজাদ’র নিকট ৫০০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।