মাগুরায় ওষুধ প্রশাসন ও ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযানে নকল ম্যানিটাইজার ও ভারতীয় ওধুধ রাখার দায়ে দুটি দেকানে অর্থদন্ড ও একটি দোকান সাময়িক বন্দ করে দেয়া হয়েছে। শনিবার সকালে মাগুরা শহরের ভাননা মোড়ে মেসার্স আবালপুর ড্রাগসে ও বাংণাদেশ মেডিকেল এ অভিয়ান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাগুরা ঝিনাইদহ অঞ্চলের ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক গ্রেড-৬ নাজমুল হাসান ও মাগুরা ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান। অভিযানে আবালপুর ড্রাগস ও বাংলাদেশ মেডিকেলকে অনমোদন বিহিন ও নকল হ্যান্ড স্যানিটাইজার ও অবৈধ ভারতীয় ওষুধ রাখার দায়ে এ দন্ড দেয়া হয়। এ সময় বাংলাদেশ মেডিকেলকে ১৫ হাজার ও সালেহা ফার্মসীকে ২ হাজার টাকা অর্থ করা হয়।এ সময় পুলিশ ও স্যানিটারি বিভাগের সহোযাগিতা নেয়া হয়।