জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। গত ১৪মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ মে নমুনার রেজাল্টে তিনি করোনা পজিটিভ হন। তিনি আল-মুসলিম গ্রুপে কর্মরত ছিলেন। পরিবারসূত্রে জানা যায় গার্মেন্টস থেকে শুধু মাত্র ১৪ দিনের ছুটি প্রদান করা হয়েছে এবং এখন পর্যন্ত পরিবারের সাথে কোন ধরনের যোগাযোগ করেনি।
তিনি এবং তার পরিবারের সদস্যরা নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। গত রাত পর্যন্ত প্রচন্ড মাথা ব্যথা,শরীর ব্যথা জ্বর ছিল,আজ সকাল থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে রোগীকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তবে পরিবারের বাকী সদস্যদের পরীক্ষা করার কোন ব্যবস্হা এখনো করা যায়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া উল্লেখ্য যে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্হাপিত করোনা টেস্ট সেন্টার এখনও স্বাস্হ্য মন্ত্রনালয়ের অনুমোদন পায়নি।