সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পত্নীতলায় খাদ্য বিভাগ এলএসডি নজিপুরের আয়োজনে রবিবার নজিপুর খাদ্য গুদাম এলাকায় করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার উক্ত ধান সংগ্রহ কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ নজমুল করিম, নজিপুর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র মন্ডল, চাল কল মালিক সমিতির সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাংবাদিক দিলিপ চৌহান সহ কৃষকবৃন্দ প্রমুখ।
এবারে সরকারীভাবে ২৬টাকা কেজি দরে নজিপুর খাদ্য গুদামে ১৯৯৫মেঃটন এবং পত্নীতলা খাদ্য গুদামে ১৫৬৪মেঃটন সর্বমোট ৩৫৫৯মেঃটন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানাগেছে।