ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৫৭ জনে পৌঁছল। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দু’হাজার ৭১৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৩৬ হাজার ৮২৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, আজ (সোমবার) সকাল পর্যন্ত মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৮ জনের। ৬৫৯ জন মারা গেছেন গুজরাটে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৮ আর পশ্চিমবঙ্গে ২৩৮। এছাড়া, দিল্লিতে ১৬০, রাজস্থানে ১৩১ ও উত্তরপ্রদেশে ১০৪ জন।
আক্রান্তের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৭৯ জন। এর পরে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২২৪ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৫,২০২), মধ্যপ্রদেশ (৪,৯৭৭), উত্তরপ্রদেশ (৪,২৫৯), পশ্চিমবঙ্গ (২,৬৭৭), অন্ধ্রপ্রদেশ (২,৪০৭), পাঞ্জাব (১,৯৬৪), তেলেঙ্গানা (১,৫৫১), বিহার (১,২৬২), জম্মু-কাশ্মীর (১,১৮৩) ও কর্নাটক (১,১৪৭)।
এদিকে, ভারতে করোনা সংক্রমণ আটকাতে আজ চতুর্থ পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত ভারতজুড়ে লকডাউন জারি থাকবে। তবে সংক্রমণের প্রবণতা বিবেচনায় নিয়ে রাজ্যগুলো এবার ঠিক করতে পারবে, কোথায় কোথায় লকডাউন কড়া করা হবে এবং কোথায় কোথায় লকডাউন শিথিল হবে।