আফগানিস্তানের পারওয়ান প্রদেশের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় নামাজরত অবস্থায় কমপক্ষে ৮ মুসল্লি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২।
পারওয়ান প্রদেশের পুলিশ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) ইফতারের পর মাগরিবের নামাজ শুরু হলে মুসল্লিদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একদল অস্ত্রধারী মসজিদে ঢুকে পড়ে। এরপরই নামাজরত মুসল্লিদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। এ ঘটনায় এখনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। আফগানিস্তানে তালেবানের পাশাপাশি দায়েশ বা আইএস গোষ্ঠীও সক্রিয় হয়ে উঠেছে।
গত সপ্তাহে কাবুলের একটি হাসপাতালে হামলার ঘটনায় সদস্যজাত শিশুসহ ২৪ জন নিহত হয়। পবিত্র রজমানে পারওয়ানের মসজিদে নির্মম হামলার ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে এসেছে।