ঝিনাইদহে আম্ফানের প্রভাবে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির বেগ বাড়ছে। জানমালের যাতে কোনো ক্ষতি না হয় যেদিকে সতর্কদৃষ্টি রাখা হয়েছে স্বাস্থ্যবিভাগ, ফায়ারসার্ভিস, রেডক্রিসেন্ট, স্কাউটস রাখা হয়েছে, পুলিশ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। আনসার বাহিনীকে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পান, কলা, তরিতরকারি চাষীগণ খুবই চিন্তিত হয়ে পড়েছেন। কিছু কৃষকের ধান এখনো মাঠে রয়েছে, শ্রমিকের অভাবে ধান কাটা সম্ভব হয় নি। জেলা প্রশাসন দুর্যোগ রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।