নওগাঁর পোরশায় এনজিও প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহি অফিসারের(ইউএনও) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার বেলা ১১ টায় নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে পোরশা উপজেলায় কর্মরত সকল এনজিও প্রতিনিধিদের সাথে করোনা ভাইরাসের এই সংকটময় মুহুর্ত কাটিয়ে উঠতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
বর্তমানে করোনার এই সংকটময় মুহূর্তে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে সকল এনজিও প্রতিনিধিদের ইউএনও নাজমুল হামিদ রেজা আহ্বান জানান । তবে কেউ যদি স্বেচ্ছায় তার কিস্তির টাকা দিতে চাই তাহলে এনজিও প্রতিনিধি নিতে পারবেন ।কারো কাছ থেকে জোর জবরদস্তি করে কিস্তির টাকা নেওয়া যাবে না বলে তিনি সাফ জানিয়ে দেন এনজিও প্রতিনিধিদের । সভায় রিক, ব্রাক, গাক, আশা, আরডিআরএস সহ পোরশা উপজেলায় পরিচালিত সকল এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।