করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১ হাজার ১টি মসজিদ ও ৮৫টি কওমী মাদ্রাসা পাচ্ছেন ৫৮ লাখ ৫৫ হাজার টাকা সরকারি অনুদান ।
ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানের ২০ মে বুধবার প্রথম ধাপে ৮৫টি কওমী মাদ্রাসায় এসব অনুদানের চেক হস্তান্তর করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ।সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ স্ব স্ব মাদ্রাসা প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য আগামী ২২ মে শুক্রবার উপজেলাধীন ১ হাজার ১টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হবে জানাযায়।