মাগুরায় ভুল ঠিকানা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে আসা কনোনা শনাক্ত রোগীকে আটক করা হয়েছর।মাগুরার শালিখায উপজেলার আড়পাড়া শালিখা রোডের দিঘী গ্রামের আলু ব্যবসায়ী অনুৃর ভাড়াটিয়া তিনি৷ জানা যায়, উপজেলার বরইচারা অভাইয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভি মাষ্টারের বড় ছেলে তিনি৷
ঢাকা ও খুলনায় নমুনা পরিক্ষার পর তার শরীরে করোনা পজেটিভ আসে বলে জানা যায়। কোয়ারেন্টাইন অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতাল থেকে মহম্মদপুরের ঠিকানা দিয়ে পালিয়ে আসেন তিনি। শালিখা থানা পুলিশ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তাকে আজ দীঘি গ্রামের ঘর মালিক অনুর বাসা থেকে আটক করেছে।