রাজশাহীর তানোরে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদুল আজহা ওরফে আকাশকে (৩৮) গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার শংকরপুর গ্রামের উজির মন্ডল ওরফে চেরু মন্ডলের পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদুল আজহাকে আদালতে ৪ বছরের সাজা দেয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বেশ কয়েক মাস আগে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারী করা হয়।
তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আদালতে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদুল আজহাকে গ্রেফতার পূবর্ক শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।