গ্রামীন অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এবং গাইবান্ধা ৩ পলাশবাড়ী- সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরসভার মহেশপুর গ্রামের জিয়াউর রহমানের বাড়ী থেকে লালমিয়ার বাড়ী পর্যন্ত ১৩০ মিটার গ্রামীন মাটির রাস্তার টেকসই করনের লক্ষে হেরিংবন্ডের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।কাজটির দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তাজদীদ এন্টারপ্রাইজ।
৩১ মে রোববার প্রধান অতিথি হিসেবে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ’
অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান ছাড়া ও অনেকেই উপস্থিত ছিলেন।