সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি, ছিনতাই, মাদক আরো বহু মামলার আসামী সেন্টু ও তার সহযোগী মামুন ইয়াবাসহ গ্রেফতার। মঙ্গলবার ২’জুন রাতে ঢাকা-টট্রগ্রাম মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত ডাকাত সেন্টুর বিরুদ্ধে ৩’বছরের সাজাসহ ৩’টি ওয়ারেন্ট রয়েছে। ধৃত সেন্টু ও মামুনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক আদালতে প্ররণ করলে আালত তাদের জেল হাজতে পাঠায়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী, সহকারী উপ-পরিদর্শক হুমায়ন কবির, হেমায়েত উদ্দিন(পিপিএম) ও খাঁন শহিদুল হক সঙ্গীয় ফোর্সসহ থানার ঢাকা-টট্রগ্রাম মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে অভিযান চালায়। উক্ত অভিযানে সদর থানার কিল্লার পুল এলাকার মৃত মাওলা বক্সের ছেলে ডাকাতি, ছিনতাই, মাদকসহ ৯’টি মামলার আসামী সেন্টু(৩৫) ও রূপগঞ্জ থানার বাউলিয়াপাড়া এলাকার আবু সাঈদের ছেলে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও মাদকসহ ৫’টি মামলার আসামী মামুন(৩০)কে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেহ তল্লাসি করে সেন্টুর কাছ থেকে ২’শ পিছ ইয়াবা ও মামুনের কাছ থেকে ৫০’পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়। ধৃত সেন্টু ও মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্ররণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর(অপারেশন) রুবেল হাওলাদার জানান, ডাকাত সেন্টুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ৯’টি মামলা রয়েছে। সেন্টুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৩’বছরের সাজাসহ ৩’টি ওয়ারেন্ট রয়েছে।