করোনা ভাইরাস (কোভিড-১৯) সঙ্কটময় পরিস্থিতির কারণে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলার সুজানগর উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
বুধবার (০৩’জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য নগদ ৩ লক্ষ ৩১ হাজার টাকা হস্তান্তর করা হয়। পাবনার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল আলম বাবলু ও সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ’র হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজুলর রহমান, সুজানগর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলার সকল ইউনিয়নের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা এবং রিপোর্টার ইউনিটি পাবনা’র সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।