ঝিনাইদহ জেলা আন্তঃরুট দূরপাল্লা রুটের বাসে যাত্রীগণ স্বাস্থ্য বিধি মেনে চলাচল করছে। বাসগুলোর চালকগণ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অধিক ভাড়ার কারণে আর্থিক চাপে পড়ছেন যাত্রীরা। সহনীয় ভাড়া নির্ধারণের জোর দাবি জানিয়েছেন তারা। কম আয় রোজগারের মানুষ সাধারণত বাসে চলাচল করে। পার্শবর্তী দেশে পূর্বের ভাড়াই রয়েছে।