পত্নীতলায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বৃহষ্পতিবার সকাল ১০টায় নারী উন্নয়ন ফোরাম ও এবিবি প্রকল্পের উদ্যোগে সেলাই মেশিন, সেনেটারী ন্যাপকিন ও ক্রিড়া সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নারী উন্নয়ন ফোরাম প্রজেক্টের পক্ষ থেকে উপজেলার অসহায় ও সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সেনেটারী ন্যাপকিন এবং এডিবি প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী হিসেবে কেরাম বোর্ড, ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প সেট ও ফুটবল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি পত্নীতলার সানজিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সূধীজন, সাংবাদিকবৃন্দ প্রমূখ।