শুরু হতে যাচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF)। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS) আয়োজিত এই উৎসবের দ্বাদশ আয়োজনের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)।
চলমান করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সম্পূর্ণ উৎসবটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আগামী ৬-৭ জুন উৎসবের উদ্বোধনী উৎসবটি দর্শকরা বিনামূল্যে উৎসবের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি উপভোগ করতে পারবেন।
দু’দিন ব্যাপী উৎসবের উদ্বোধনী আয়োজনে থাকছে-
জুন ৬, ২০২০
বিকেল ৫টা – একাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সন্ধ্যা ৭টা – নবম ও দশম আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সন্ধ্যা ৮. ৩০ – বিগত বছরগুলোর ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
জুন ৭, ২০২০
বিকেল ৫টা- অ্যালামনাই শোকেস: তরুণ নির্মাতা রাম কৃষ্ণ সাহা ও শরিফুল অনিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বিকেল ৭টা – বিগত বছরগুলোর ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
রাত ৯টা- চলচ্চিত্র আড্ডা: IIUSFF Talks। বিশিষ্ট বাংলাদেশী চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতির সঙ্গে আড্ডায় থাকবেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।