বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানায় ২৩ জনের বিরুদ্ধে ২১টি মামলা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে এদেরকে ৭৭ হাজার ৯‘শ টাকা জরিমানা করেন আদালত। গেল ২৪ ঘন্টা বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে শুক্রবার (৫ জুন)সকাল পর্যন্ত জেলার বিভিন্ন হাটবাজার ও গণপরিবহনে এই দন্ড দেয়া হয়। মুখে মাক্স ব্যবহার না করার অভিযোগে জরিমানাও করে আদালত।
এর আগে মঙ্গলবার (০২ জুন) থেকে বুধবার (০৩ জুন) পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানায় ২৩ টি মামলায় ৩৪ হাজার তিনশো টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ জুন) সকাল থেকে বৃহস্পতিবার (০৪ জুন) সকাল পর্যন্ত ৩৯ জনকে ৩৭ টি মামলায় ৩৬ হাজার একশ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত তিন দিনে দিনে স্বাস্থ্যবিধি না মানায় ৮১ টি মামলা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের কাছ থেকে এক লক্ষ ৪৮ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলায় ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা আদেশ না মেনে কেউ পথে বেরোলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২১টি মামলা করেছে। এসময়ে তাদের কাছ থেকে ৭৭ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় এই ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।