করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন স্কুল বন্ধ। একাকী বাসায় পড়াশুনার পাশাপাশি ক্রিকেট অনুশীলনের জন্য মাঠে শিশু কিশোরগণ আসতে শুরু করেছে। খেলা নিয়ে অনেক কিছু জড়িয়ে থাকে। দর্শকগণ কাধে কাধ মিলিয়ে গান গায়, গলা ফাটিয়ে চিৎকার করে, ম্যাচ শেষে বিজয়ের আনন্দ সতির্থদের কাধে নিয়ে উল্লাস করে। বর্তমানে দর্শক শূণ্য মাঠ পড়ে রয়েছে, কতদিন এ অবস্থা থাকবে কেউ জানে না।
খেলোয়াড়দের মাঠে অনুশীলন করার অনুমতি দিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দেশের অবস্থা কিছুটা উন্নতি না হলে অনুশীলনীর অনুমতি দেবে না বিসিবি। দেশের এই ক্রান্তিকাল শীঘ্রই শেষে আবার মাঠে ফিরবে দেশের জনপ্রিয় খেলাগুলো;প্রাণ ফিরে পাবে সব জায়গায়, এ আশাই করছেন ক্রীয়াবিদগণ।