পত্নীতলায় উপজেলার নজিপুর-শিবপুর সড়কের শম্ভুপুর মোড়ে শনিবার দুপুরে ভূটভূটি উল্টে সামিউল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সামিউল ইসলাম উপজেলার ঝলকাহার পেজাপাড়া গ্রামের হাফিজুল ইসলামের পুত্র। সে অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে পণ্য সামগ্রী বিভিন্ন জায়গায় ভূটভূটিতে করে সরবরাহ করতো।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, নজিপুর-শিবপুর সড়কের শুম্ভুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অলিম্পিক কোম্পানির পণ্য সামগ্রী বহনকারী ভূটভূটিটি উল্টে যায়। এতে ভূটভূটির নিচে চাপা পড়ে ভূটভূটিতে থাকা কোম্পানিটির বিক্রয় প্রতিনিধি সামিউলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।