‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২০ কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে চত্বরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ২০২০ সালের বোরো মৌসুমে উপজেলার ১ হাজার ৩৭৩ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৩শ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।