ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষীপুরে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোঃ মিথুন (২৮) পিতাঃ মসলেম উদ্দিন নিহত হয়েছেন।
নিহত মোঃ মিথুন একই উপজেলার দুরিবিন্নী গ্রামের নিবাসী। হরিণাকুন্ডু থানার কর্তব্যরত অফিসার মো: আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে লক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে নিহত মিথুন বাড়ী ফিরছিল। পথিমধ্যে, একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।