কলাপাড়ায় মাস্ক না পড়ার অপরাধে (৯) পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরের দিকে বালিয়াতলী বাজারে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল এসব পথচারীকে এ জরিমানা করেন।
কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, ৯ জনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। মানুষের সচেতনতা বৃদ্ধিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।