গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতি এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকারের, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা প্রমুখ।
সভায় করোনার প্রার্দুভাব যাতে করে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে একাধিক সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি সকলকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে আহবান জানানো হয়।