বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩২ লাখ ৯৯ হাজার ২৮১ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৮১১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৭ লাখ ৩৩ হাজার ৩৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে আট লাখ আট হাজার ৪৯৪ জন, ব্রাজিলে তিন লাখ ৮০ হাজার ৩০০, রাশিয়ায় দুই লাখ ৫২ হাজার ৭৮৩ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৭০ হাজার ৭০০, ইতালিতে এক লাখ ৬৯ হাজার ৯৩৯, তুরস্কে এক লাখ ৪৬ হাজার ৮৩৯, ইরানে এক লাখ ৪০ হাজার ৫৯০, ভারতে এক লাখ ৪০ হাজার ৯৭৯, পেরুতে ৯৮ হাজার ৩১, চিলিতে ৯৫ হাজার ৬৩১, মেক্সিকোতে ৯৩ হাজার ৯৩০, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৬১, সৌদি আরবে ৭৬ হাজার ৩৩৯ এবং ফ্রান্সে ৭১ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ৫৬ হাজার ৬৩৯ জন, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৭০০, বেলজিয়ামে ১৬ হাজার ৩৯২, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৯১০, বাংলাদেশে ১৫ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬৫৪, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭৪৭ এবং মালয়েশিয়ায় সাত হাজার ১৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ১৮ হাজার ৮৭২ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।