বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রেীয় কমিটির সাধারন সম্পাদক ও ৩১ গাইবান্ধা ০৩ ( পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড: উমে¥ কুলসুম স্মৃতি ।
এক শোকবার্তায় তিনি বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন মোহাম্মদ নাসিম ভাই। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন তিনি। এসময় তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।