রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুরে ক্ষতিগ্রস্থদের মাঝে আনুষ্ঠনিকভাবে তুলে দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আলমগীর হোসেন,ভুমি অধিগ্রহন লসমী চাকমা প্রমূখ। উল্লেখ্য যে সাড়ে চার হাজার কোটি ব্যয়ে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে প্রথম ধাপ হিসাবে ক্ষতিগ্রস্থদের চেক তুলে দেয়া হয়।গোদাগাড়ী ভগবন্তপুর এলাকায় পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে শোধনাগারের মাধ্যমে নিরাপদ খাবার পানি রাজশাহী মহানগরীতে সরবারহ করবে ওয়াসা।প্রকল্পটি চীন ও বাংলাদেশ যৌথভাবে অর্থায়ন করছে।