রংপুর জেলায় কর্মরত জিএম ই এগ্রো লিমিটেডএর সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আল-আমিন কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা ক্রপ প্রোটেকশন অফিসার এ্যাসোসিয়েশন ।
মঙ্গলবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় ক্রপ প্রোটেকশন অফিসার এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রপ প্রোটেকশন অফিসার এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও এরিয়া ম্যানেজার মো: আকমল হোসেন ,ক্রপ প্রোটেকশন অফিসার এ্যাসোসিযয়ে শন ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান লিটন ,ক্রপ প্রোটেকশন অফিসার এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা ,ক্রপ প্রোটেকশন অফিসার এসোসিযয়েশন ঠাকুরগাওঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মামুন ।
মানববন্ধনে বক্তারা গত ১৩/০৬/২০২০ তারিখ রংপুর জেলায় কর্মরত জিএম ই এগ্রো লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আল-আমিন কে মেসার্স হাবিব ট্রেডার্স এর স্বত্তাধিকারী মো: হাবিবুর রহমান (হাবিব) কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদ জানান এবং উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।