মঙ্গলবার বিকেল ৫টায় আমতলী থানার পুলিশ আমতলীর উরশিতলা নামক স্থান থেকে হিরোইনসহ ৩ জনকে আটক করেছে।আটককৃকরা হচ্ছে রায়বালা গ্রামের চানমিয়ার ছেলে আরিফ সিকদার (২২) ইউসুব হাওলাদারের ছেলে জুয়েল সিকদারকে (২৩) ও খাকদান গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে শাখাওয়াত (২৩)।
আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী-পটুয়াখালী মহাসড়কের উরশি তলা নামক স্থানে এসআই মো. সোহেল এর নেতৃত্বে এএসআই আমিরুল, এসঅঅই আলামিন ও কনেস্টবল মো. হারুন অভিযান চালিয়ে এক গ্রাম হিরোইনসহ তাদেরকে আটক করে ।
আমতলী থানার অফিসার ইন চার্জ মো. শাহ আলম হাওলাদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।