গলাচিপায় বুধবার উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলামের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা এ আর সাইফুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলি,গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, আমখোলা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মনির, প্রেস ক্লাব সভাপতি মলয় দত্ত প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা। উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, কর্মকালীন সময়ে তারা সকল ক্ষেত্রে সততা, নিষ্ঠা আর আন্তরিকতার পরিচয় যেমন দিয়েছেন তেমনি সৎ ও সজ্জন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে গলাচিপার প্রতিটির মানুষের কাছে প্রিয় হয়েছিলেন।