পাবনায় র্যাব-১২’র অভিযানে ৩শত ৩৬ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মো. আব্দুস সালাম (৩৫) কে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার দারুমহুদা থানার পাটাচোরা গ্রামের ফতেহ আলী’র ছেলে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার (১৪’ জুলাই) পৌনে ০৬ টার দিকে র্যাবের একটি বিশেষ দল চুয়াডাঙ্গা জেলার দারুমহুদা থানার দেউলীমুড় এলকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেফতারকৃত মো. আব্দুস সালাম’র নিকট থেকে ৩শত ৩৬ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দারুমহুদা থানার এজাহার দায়ের করা হয়েছে।