মাগুরার মহম্মদপুর উপজেলার সুনতানসী গ্রামে ইরান মৃধার বাড়ি থেকে ৭ জুয়ারিকে আটক করেছে বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাবুখালী পুলিশ ক্যাম্পের আইসি ফরাহাদ হোসেনের নেতৃত্বে এএসআই আরিফসহ অন্যান্য সদস্যরা অভিযানে চালিয়ে তাদেরকে আটক করে।
এ সময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ৮১০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে মোঃ রাজ্জাক শেখ(৩০), মোঃ ইরান মৃধা(৩০) মিনহাজুল হক সৌখিন (২৭) আজাদ (২৫), মোল্যা জসিম (২৫), জামাল মোল্যা (৩৫) ইয়ার মৃধা (৪০)
আটককৃতদের রাতে মহম্মদপুর থানায় প্রেরণ করা হয়েছে। বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন জানান, সাত জুয়ারিকে রাতেই থানায় পাঠানো হয়েছে।