কুড়িগ্রামে পৃথক ৩ ঘটনায় বানের পানিতে ডুবে আজ শনিবার দুই শিশুসহ এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে ! জানা গেছে, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হকের চর গ্রামের মোন্তাজুল ইসলামের পুত্র বাইজিদ মিয়া(৮) আজ শনিবার সকাল ১০টার দিকে সকলের অগোচরে নৌকা থেকে পরে যায়। কিছুক্ষন পর স্বজনরা ছেলেটিকে নৌকাতে দেখতে না পেয়ে পানিতে খোজাখুজি শুরু করে এবং এক পর্যায়ে পানি থেকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছেলেটিকে মৃত ঘোষনা করেন।
ওদিকে, উলিপুরের থেতরাই ইউনিয়নের বাইজিদ ইসলাম মুকুলের দেড় বছরের মেয়ে মহিনি আক্তার মিম উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে বন্যার পানিতে পরে যায়! পরে স্বজনরা মেয়েটিকে পানি থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে।
অন্যদিকে, জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ সুরুজ মিয়া(৫০) পাটের আশ ছড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় ! এর এক ঘন্টা পর চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার হয়। এ নিয়ে কুড়িগ্রামে এ যাবৎ বন্যার পানিতে ডুবে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে !