রাজশাহীর তানোরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, এবারে গৃহবধূ এনজিও কর্মীসহ পাঁচজনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ল্যাবে পরীক্ষার প্রতিবেদনে পাঁচজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) ডাঃ রোজিয়ারা খাতুন। তবে ওই দিন ১২ জন রোগী সুস্থ হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তিরা হলেন তানোর পৌর এলাকার তালন্দ গ্রামের মৃত হারুর পুত্র হারান (৬০), তালন্দ ইউপি এলাকার লালপুরগ্রামের
মজিবর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩২), পৌর এলাকার আমশোগ্রামের আরশেদের স্ত্রী রোকেয়া বেগম(৫৫), পৌর সদর গোল্লাপাড়াগ্রামের ভাড়াটিয়া এনজিও কর্মী তপন কুমারের স্ত্রী সোনালী রানী(৩৩) ও রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার প্রভাষক সাজেদুর রহমানের স্ত্রী নুসরাত জেরিন এনি(৩৩)। অবশ্য এনজিও কর্মী আগে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি দ্বিতীয় বার পরীক্ষা করলে তাঁর দেহে করোনা পজেটিভ আসে।
আক্রান্তদেরকে নিজ নিজ বাড়ির আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করাসহ পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এনিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৬০জন। তবে সুস্থ হয়েছেন ২৯ জন।
তবে দিনের দিন রোগীর সংখ্যা বাড়লেও মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। সচেতনতার বিষয়েও তেমন কোন নজর দারি দেখা যাচ্ছেনা। বাজার ঘাটে স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা করছেননা কেউ। এমন অবস্থা চলতে থাকলে এউপজেলায় করোনা ভাইরাস ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন সচেতন ব্যাক্তিরা।