রাজশাহীর তানোর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ ও ফুটবল বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল বাসার সুজন। গতকাল শনিবার দুপুর ১২ টা থেকে দিনব্যাপী একার্যক্রম পরিচালনা করেন তিনি। দিনের শুরুতে পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন আবুল বাসার সুজন। এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলতাব হোসেন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান শিক্ষক কফিজ উদ্দিন সাইদুর রহমান নাজিম উদ্দিন লুৎফর রহমান নজরুল ইসলাম, নাসরিন জাহান রিনা, তিক্তা রানী,৭ নং ওয়ার্ড আ”লীগ সভাপতি মুজিবুর রহমান সাধারন সম্পাদক নওশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপরে দুপুরের দিকে তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির সভাপতি বিশিষ্ট সার ব্যবসায়ী মোহাম্মাদ আলী সরকার বাবুকে ফুলের শুভেচ্ছা জানান। সেখানে স্কুলের প্রধান শিক্ষক আলতাব হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলের দিকে গোকুল মুথরা দাখিল মাদ্রাসার নব গঠিত আহবায়ক কমিটির সভাপতি হিসেবে স্থানীয় সাংসদের মনোনিত ব্যাক্তি আবুল বাসার সুজনকে সকল শিক্ষক ও সুধিজনদের সাথে পরিচয় করিয়ে দেন মাদ্রসা সুপার।
সেখান থেকে মাদ্রাসা সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আম গাছ রোপণ করে বাদ আছর মাদ্রাসা মাঠে যুবক দের মাঝে ফুলবল ও মাস্ক বিতরণ করেন সুজন। সন্ধ্যার দিকে বেল পুকুরিয়া ক্যারাম খেলার পুরুস্কার বিতরণী প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।