মাগুরা শহরের খানপাড়া এলাকার বাসিন্দা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি রাশেদ খানের বাবা শহরের খান পাড়া র মহসিন খান রবিবার রাত ২টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে মারা গেছেন। (ইন্নালিল্লাহিৃৃ. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী ও ৫পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।সোমবার বাদ জোহর (দুপুর ২টায়) মাগুরা পিটিআই মাঠে তার নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে।