প্রয়াত আসফাক এর রচনা ও পরিচালনায় ঈদের সপ্তম দিন রাত ৯টায় শুধুমাত্র আরটিভিতে দেখা যাবে বাংলাদেশ এবং কলকাতার চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান অভিনীত নাটক ‘স্বপ্ন ভঙ্গ’।
বাংলাদেশ এবং কলকাতার চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। সিনেমায় সফলতার সাথে সময় পারছেন তিনি। তবু এক সময়ে নাটকের এই জনপ্রিয় শিল্পী দীর্ঘদিন পর আবারো অভিনয় করেছেন আরটিভি ঈদ নাটক ‘স্বপ্ন ভঙ্গ’তে। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালায় এ নাটকের গল্পে দেখা যায়- কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি শুরু করে তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।
এরপর জীবনে ঘটতে থাকে নানা রকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরনের। এই ভৌতিক ঘটনার ভেতর দিয়েই এগুতে থাকে নাটকের গল্প। শেষ দৃশ্যে স্বপ্ন ভঙ্গ গল্পের কেন্দ্রিয় চরিত্র সাহেদ ও অনি জানতে পারে পুর্বে ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এভাবেই ঘটে স্বপ্ন ভঙ্গ নাটকের সমাপ্তি।
অভিনয়ে: জয়া আহসান, নেভিল প্রমুখ।