করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরায় মো: লিটন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার রায়গ্রামে। এ নিয়ে মাগুরায় করোনা আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হলো।
মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ওই যুবক গত দুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত মো: লিটন মাগুরা শহরের জমজম মার্কেটে কাপড়ের দোকানে কাজ করত। মাগুরা জেলায় মোট ৩৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৭৩ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন।