প্রকাশিত হয়ে গেলো সিক্স সিজন এর ব্যানারে “ আর আইসো না” শিরোনামে গানের মিউজিক ভিডিও। কন্ঠশিল্পী শামজ ভাই এর গাওয়া পিবি রুদ্ধের সঙ্গীতায়োজনে গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই রোমান্টিক -বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ হয়েছে ঢাকার আশে পাশের কয়েকটি লোকেশনে।। গানটিতে মডেল হয়েছেন, অরণ্য পাশা , মিথিলা ও ইকবাল।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী বলেন, “ মিউজিক ভিডিও আগেই গানটির অডিও শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে। ইতমধ্যে গানটি অডিও ভিউ প্রায় ৭০ লক্ষ । গানটি নিয়ে আমি অনেক আশাবাদি। এর মিউজিক ভিডিও টাও খুব ভালো হয়েছে। শ্রোতা ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।
সিক্স সিজন এর কর্ণধার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ শামজ ভাই এ সময়ে দারুণ গাইছেন। তরুণ তরুণীদের মধ্যে তার ব্যাপক গ্রহনযোগ্যতা। তাঁর প্রমাণ তাঁর গানের কোটি কোটি ভিউ। কান পাতলে তাঁর গান শোনা যায়। আর আইসো না অডিওটা ব্যাপকভাবে শ্রোতা মহল গ্রহণ করেছে। আশা করি ভিডিও টাও তাঁদের ভালো লাগবে। গানটি দেখতে সিক্স সিজন ইউটিউব চ্যানেলে সার্চ দিন।