ঈদুল আযহার কোরবানি ঈদ সামনে রেখে প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ চোরাই পথে কিছু গরু সীমান্ত দিয়ে আসতে শুরু করেছে। এতে দেশী গরু খামারীগণ চিন্তিত বলে জানিয়েছেন। গবাদিপশুর কেনাবেচার ক্ষেত্রে হয়রানি বন্ধ, গবাদি পশুর নির্বিঘœ পরিবহন নিশ্চিত করণ প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবী ভূক্তভোগীদের।
ঝিনাইদহের পশুর হাটে গরু, ছাগল, মহিষ-ভেড়া প্রচুর উঠেছে স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে বাধ্যবাধ্যকতা দেয়া হয়েছে। হাটে নিরাপত্তা যথেষ্ট ভাল, অন্যবার থেকে পশুর দাম এবার কম বলে একাধিক ক্রেতা বলেছেন তবে তুলনামূলক অন্য বছর থেকে হাটে খরিদ্দারও কম।