দাতা সংস্থা Actionaid and UNFPA এর সহযোগিতায় তালতলী উপজেলার নিশান বাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নে বেসরকারী সংস্থা এনএসএস Protection of women and girls affected by the Cyclone Amphan through lifesaving GBV response integrated with SRHR in context of COVID-19 শীর্ষক প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।
এ প্রকল্পের আওতায় ১০০০ উপকারভোগী হাইজিন কিটস এবং ৮০ জন গর্ববতী মা চিকিৎসা সুবিধা ও আর্থিক সুবিধা পাবে। এছাড়াও আম্ফান বা কোভিডের কারনে সহিংতার শিকার নারী মনো-সামাজিক সহযোগিতা, চিকিৎসা ও প্রয়োজনে আইনগত সহায়তা দেয়া হবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানদের অবহিত করে মাঠ পর্যায়ে উপকাভোগী নির্বাচনসহ প্রকল্প কার্যক্রম শুরু করেছে।