রাস্ট্রায়ত্ত্ব পাটকলসমুহ বন্ধের ষড়যন্তের প্রতিবাদসহ ১০ দফা দাবীতে ২২ জুলাই বুধবার বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কজী আবু রাহেন শফিউল্লা খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাশ, মাহবুব আলম মিলন প্রমুখ।
বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর বন্যা নিয়ন্ত্রণ বাধ রক্ষার নামে জনগনের সাথে চরম রসিকতা করছে। কাজ ঠিকমতো না করে কোটি কোটি টাকার বাণিজ্য করছে ফলে জনগন চরম ভোগান্তি পোহাচ্ছে। অবিলম্বে পাউবোর এই দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমুলক শাস্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপুরণ এবং পর্যাপ্ত ত্রান সরবরাহ, নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান, জেলা-উপজেলায় করোনা টেস্টের ল্যাব স্থাপন করে সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিতসহ কর্মহীন মানুষদের মধ্যে নগদ অর্থ ও রেশন দেয়ার দাবী জানান। সেইসাথে রাস্ট্রীয় পাটকল বন্ধের ষড়যন্ত্র রুখে দিতে জনগনকে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।