ফুলবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা মিলাদ মাহফিল ও মাক্স বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা মিলাদ মাহিফল ও মাক্স বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশেদ, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুরজ্জামান বাপ্পি, ৭নং শিবনগর ইউপির স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজেন মার্ডী, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ১নং এলুয়াড়ী ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকির হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল মাহমুদ সহ ফুলবাড়ী স্বেচ্ছাসেবকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে সংগঠনের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়।