ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ১৫ জন। তার আগের দিন শনিবার সনাক্ত হয়েছিল ১১ জন। জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ্য হয়েছে ২১৫ জন।
নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে ২ জন সদর উপজেলার ,৩ জন বালিয়াডাঙ্গী উপজেলার ৩ জন রাণীশংকৈল উপজেলার এবং ৭ জন হরিপুর উপজেলার।
রবিবার (২৬ জুলাই ) রাতে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান এক বিবৃতিতে ১৫ জন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সকলকে বাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। সাবাই সতর্ক না হলে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে।