করোনায় মানুষের মাঝে দূরত্ব তৈরি হলেও ব্যতিক্রমও ঘটে। তেমনি গল্প নিয়ে মুনতাহা বৃত্তার রচনা এবং হিমেল আশরাফের পরিচালনায় তাহসান মোনালিসার অভিনয়ে আরটিভির জন্য নির্মাণ করা হয়েছে ঈদ নাটক দেখা হবে। গল্পে দেখা যাবে- তারিফ করোনায় আক্রান্ত হওয়ার পর সাবেক প্রেমিকা গোপনে দেখতে আসে তাকে। পাশে দাঁড়ায়।
গোপনে খাবার, ওষুধ আর চিরকুট দিতে থাকে দরজার ওপাশ থেকে। পুরনো প্রেমিকার হাতের লেখা, রান্নাকরা খাবার, চিরকুটে পারফিউমের ঘ্রাণ−ভুল ভাঙে তারিফের।
করোনা মানুষের অভিমান আর হিংসাকে দূরে সরিয়ে দেয়। অপ্রিয় সময় প্রিয় হয়েই কাছে আসে। তারিফ আর জুলির জীবনেও তেমন মোড় নেয়। আরটিভির ঈদ অনুষ্ঠান মালায় দেখা যাবে নাটকটি।।