বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৬৬ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ২০৯ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ৫৭৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন, ব্রাজিলে ১৬ লাখ ৬৭ হাজার ৬৬৭, ভারতে নয় লাখ ৫৩ হাজার ১৮৯, রাশিয়ায় ছয় লাখ তিন হাজার ৩২৯ জন, চিলিতে তিন লাখ ১৯ হাজার ৯৫৪, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৭৪ হাজার ৯২৫, পেরুতে দুই লাখ ৭২ হাজার ৫৪৭, ইরানে দুই লাখ ৫৫ হাজার ১৪৪, মেক্সিকোতে দুই লাখ ৫৬ হাজার ৭৭৭, পাকিস্তানে দুই লাখ ৪১ হাজার ২৬, সৌদি আরবে দুই লাখ ২২ হাজার ৯৩৬, তুরস্কে দুই লাখ ১০ হাজার ৪৬৯, ইতালিতে এক লাখ ৯৮ হাজার ৫৯৩, জার্মানিতে এক লাখ ৯১ হাজার ৪০০, বাংলাদেশে এক লাখ ২৫ হাজার ৬৮৩, কাতারে এক লাখ ছয় হাজার ৩২৮, কানাডায় ৯৯ হাজার ৮৬০ জন, ফ্রান্সে ৮০ হাজার ৮১৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৯৩৪ সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৬৪ হাজার ৩৭৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫২ হাজার ৫১০, সিঙ্গাপুরে ৪৫ হাজার ৬৯২, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৭, অস্ট্রেলিয়ায় নয় হাজার ১৭১ এবং মালয়েশিয়ায় আট হাজার ৬০১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৫৬ হাজার ৪৮৮ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।