পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ঝিনাইদহ জেলায় বসছে পশুর হাট। ক্রেতা কম থাকায় বিপাকে খামারীরা। কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতা উভয়ের মাস্ক পরিধানের জন্য জেলা প্রশাসনের নির্দেশনা থাকলেও বেশির ভাগই নিয়ম মানছেন না। জেলায় প্রায় ৩০ হাজার খামারী পশু নিয়ে বিপাকে অধিকাংশ খামারী জানিয়েছে পশু বিক্রয় না করতে পারলে পথে বসা ছাড়া কোন পথ থাকবে না।
প্রতি হাটে ছাগল, গরু, ভেড়া, মহিষ সহ হাজার হাজার পশু আনলেও তেমন কোন ক্রেতা নেই। প্রতি বছর ঢাকা, বরিশাল, সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা পশু কিনতে আসে কিন্তু এবার তাদের দেখা নেই। পবিত্র কোরবানি ঈদ সামনে করে খামারীরা ছোট ছাগল, গরু ক্রয় করে লালন পালন পর মোটা তাজা করে বিক্রয় করে ছেলে, মেয়ের বিয়ে পড়ার খরচ পরিচালনা করে।
মহামারি করোনার কারণে পশু খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন অর্ধেকের বেশী পশু অবিক্রিত থাকতে পারে এতে লোকসানে পড়বেন প্রান্তিক খামারীরা। নিরাপত্তার সাথে ক্রয় বিক্রয়ের ব্যবস্থার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করেছে হাট কর্তৃপক্ষ।