মাগুরায় সামাজিক দূরত্ব মেনে সকাল সাড়ে ৮ টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের কেন্দ্রিয় জামে মসজিদে। করোনার কারনে ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি।
প্রধান এ জামাতে ইমামতি করেন মুফকি রইচ উদ্দিন।জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হওয়ায় প্রধান এ জামাতে তার পক্ষ থেকে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহববুর রহমান, আতিরিক্ত জেলা প্রসাশক সাবির্ক আফাজ উদ্দিন, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেন শহরের পশু হাসপাতালপাড়া জামে মসজিদে। এ ছাড়া পুলিশ লাইন জামে মসজিদ, সরকারি কলেজ জামে মসজিদ, জজকোর্ট জামে মসজিদ, পারনান্দুয়ালী মোল্লাপাড়া বাইতুন নুর জামে মসজিদ,কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদসহ জেলারর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।