বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কালিকাপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি সিকদার ইয়াবা ট্যাবলেটসহ আটক। মঙ্গলবার বিকেলে পাতারহাট মডেল সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন থেকে কালিকাপুর এলাকার বাসিন্দা মোঃ ছোবাহান সিকদার এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি (২২) নামক এক যুবক’কে (৭) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার এস আই, ইয়াদুল জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে। কালিকাপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি সিকদার’কে আটক করেন। এসময় তল্লাশি করলে তার কাছে (৭) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এবিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় মামলার দায়ের করার প্রক্রিয়া চলছে।