নওগাঁর পোরশায় আদিবাসীদের নেতৃত্ব ব্যবস্থাপনা বিষয়ক ৩দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গাঙ্গুুরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কারিতাস রাজশাহী অঞ্চলের আশা প্রকল্পের আয়োজনে প্রশিক্ষনের সমাপনী দিনে প্রশিক্ষন প্রদান করেন প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফুলজেনহিউস মারান্ডী, সাংবাদিক ডিএম রাশেদ, সংস্থার প্রোগ্রাম অফিসার দিপক এক্কা।
এসময় উপস্থিত ছিলেন আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী ও সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। উক্ত প্রশিক্ষনে উপজেলার গাঙ্গুরিয়া ইউপির ৩০জন আদিবাসী নেতানেত্রী অংশগ্রহন করেন।